সোানাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): সোনাতলায় ২,৮০০ জন মৎস্য খামারির প্রায় ১ হাজার ৫০০ মেট্টিক টন মাছ এ বারের বন্যার পানিতে ভেসে গেছে। ৫০ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সাম্প্রতিক বন্যায় উপজেলার সোনাতলা পৌরসভা,বালুয়া,জোড়গাছা,মধুপুর,দিগদাইড়,তেকানী চুকাই নগর,পাকুল্যা ও সোনাতলা সদর ইউনিয়নের ৩,৩০০টি পুকুর কিংবা খামার থেকে প্রায় ৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে বলে উপজেলা মৎস্য অফিস থেকে জানা গেছে। মৎস্য খামারী মোজাম ও দুলাল মিয়া জানান আমাদের খামারের মাছ ভয়াবহ বন্যায় ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছি।
Leave a Reply