Menu

সোনাতলায় বসতবাড়িতে অগ্নিকান্ডঃ ৭ টি টিনের ঘর পুড়ে ছাই

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দড়িহাঁসরাজ গ্রামে অগ্নিকান্ডে ৭টি টিনের ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।

উপজেলার দড়িহাঁসরাজ গ্রামের আবো শেখের ছেলে আলিম উদ্দীন শেখের বাড়িতে পাটখড়িতে আগুন লেগে আলিম উদ্দীনের ৪ টি টিনের ঘর ও মৃত কলিমউদ্দীন প্রধানের ছেলে ছাত্তার আলীর ৩ টি টিনের ঘর আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ পুড়ে যায়।

সোনাতলা ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসের তৎপরতায় পার্শ্ববর্তী বাড়িগুলো রক্ষা পেয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন। তিনি ক্ষতিগ্রস্থদের চাল,ডাল ও নগদ অর্থ প্রদান করেন। তিনি এমপি আব্দুল মান্নানকে তাৎক্ষনিকভাবে বিষয়টি অবগত করেন।

No comments

Leave a Reply

thirteen + nine =

সর্বশেষ সংবাদ