Menu

সোনাতলায় বাংলাদেশ এ্যাডমিনিস্টেটিভ সার্ভিস এসোসিয়েশনের ত্রান সামগ্রী বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (বদিউদ-জ্জামান মুকুল, সোনাতলা): বগুড়ার সোনাতলায় গতকাল শুক্রবার বাংলাদেশ এ্যাডমিনিস্টেটিভ সার্ভিস এসোসিয়েশনের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এসেছি বন্যার্তদের খোঁজ খবর নিতে। সরকারের পাশাপাশি আমরা যত সামান্য সাহায্য সহযোগিতা দিতে। তিনি বলেন, বর্তমান সরকার খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে বন্যার্তদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এজন্য সরকারের কোথাও কোন ঘাটতি নেই। এমনকি দেশে যে পরিমাণ ত্রান সামগ্রী মজুদ রয়েছে তাতে বন্যা ফুরাবে, ত্রান সামগ্রী ফুরাবে না।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল মালেক, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মোঃ রফিকুল ইসলাম, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ারেছ আনসারী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ আহমেদ, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ আহমেদ, সোনাতলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছারোয়ার আলম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী প্রমুখ।
ত্রান সামগ্রীর পাশাপাশি শুকনা খাবার, সাবান, স্যালাইন, মোমবাতি, দিয়াশলাই বিতরণ করা হয়।

No comments

Leave a Reply

3 + 2 =

সর্বশেষ সংবাদ