Menu

সোনাতলায় বাঙালি নদী শাসন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন সিঃ সচিব কবির বিন আনোয়ার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ আগামী বর্ষাকে সামনে রেখে উত্তরবঙ্গ বাঙালি নদী ভাঙ্গন রোধে নদী খননের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্থনের মাধ্যমে ভাঙ্গন রোধের কাজ চলছে। নদী খননের ফলে ¯্রােতে গতিপথ পরিবর্তন করে বর্ষায় বাঙালি মাঝ নদীতে প্রবাহমান রাখা সম্পন্ন হবে। এতে করে নদীর ডান তীর ও ভাঙ্গন থেকে রক্ষা পবে। সেই লক্ষে শুক্রবার বেলা ২ টায় বগুড়া’র সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামে বাঙালি নদীতে নদী শাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি স্পীড বোটে উপজেলার আড়িয়াঘাট থেকে নামাজ খালি ৭৫০ মিটার নদী খনন প্রকল্পটির কাজের পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া’র জেলা প্রশাসক জিয়াউল হক, পানি উন্নয়ন বোর্ড বগুড়া’র তত্ত¡াবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ্ আল ফায়াজ, পানি উন্নয়ন বোর্ড বগুড়া’র নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রহমান তাছকিয়া, শফিকুল আলম, সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক।

No comments

Leave a Reply

seventeen − six =

সর্বশেষ সংবাদ