Menu

সোনাতলায় বাল্য বিবাহের সময় ভ্রাম্যমান আদালতে বরসহ ২জনের কারাদন্ড

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের কুষাহাটা গ্রামে বাড়িতে বিয়ে করতে এসে ধরা খেলেন বর ও তার মামা। পরে তাদের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানাগেছে, গত বুধবার রাতে বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়িয়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫) বাল্য বিবাহ করতে আসে।

পুলিশ সংবাদ পেয়ে কুষাহাটা গ্রামে বিয়ের আসর থেকে বর মেহেদী হাসান ও বরের মামা মিজু মিয়াকে পুলিশ আটক করে থানায় আনে।

রাতেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শফিকুর আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে বর মেহেদী হাসানকে ৬ মাসের ও তার মামা মিজু মিয়াকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে থানার এস আই আব্দুর রহিম ঘটনাটি নিশ্চিত করেছেন। এ সময় মেয়ের বাবা হাসেম আলী ও মেয়ে পালিয়ে যায়।

No comments

Leave a Reply

five × one =

সর্বশেষ সংবাদ