Menu

সোনাতলায় বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে ইসলামী বইমেলা বন্ধ

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলায় বিতর্কিত কর্মকান্ডের জন্য বন্ধ হলো কথিত ইসলামী বইমেলা। অনুমতি ছাড়া উপজেলার ঘোড়াপীরে আন নূর সাইন্টিফিক মাদ্রাসা প্রাঙ্গনে ১ রমজান থেকে ৭ দিনব্যাপী বিতর্কিত এ বইমেলার আয়োজন করে লাইটশীপ ফাউন্ডেশন। শুরু থেকেই সাম্প্রদায়িক এ মেলা আয়োজনের প্রতিবাদে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে আপত্তি জানায় স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে সোনাতলা থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মেলা প্রাঙ্গনে গিয়ে অনুমতিবিহীন এ মেলাটি বন্ধ করে দেয় এবং মেলার আয়োজক আন নূর সাইন্টিফিক মাদ্রাসার পরিচালক ও লাইটশীপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান গোলাম রব্বানী রোমান ও আন নূর সাইন্টিফিক মাদ্রাসার সহকারী শিক্ষক রাফিউল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিতর্কিত মেলাটি বন্ধ করেছি। আয়োজকদের জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

No comments

Leave a Reply

thirteen + six =

সর্বশেষ সংবাদ