সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলা উপজেলায় ভ্যান গাড়ির ব্যাটারী চার্জে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পলিন মিয়া (২৫) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মধুপুর ইউনিয়নের দরিহাসরাজ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পরিবারের লোকজন জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্যান চালক পলিন মিয়া নিজের বাড়িতে ভ্যান গাড়ির ব্যাটারী চার্জে দিতে যায়। এসময় সে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুপুর ইউনিয়ন হবে… আমার চাচা লাগে