সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন করে ১১ তম গ্রেড প্রদানের দাবীতে সোমবার বিকেলে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোনাতলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক গোলাম রব্বানী, শেখ মোহাম্মদ বাদশা, নিপুন মহন্ত,একেএম রুহুল হক,সৌখিনুজ্জামান, জিল্লুর রহমান,সাজেদুর রহমান,রুহুল কুদ্দুস সেতু, জিয়াউল হক, শফি আহম্মেদ,আব্দুল হাইসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
Leave a Reply