সোনাতলা সংবাদ ডটকম (বালুয়া প্রতিনিধি): বগুড়া সোনাতলায় গত বৃহষ্পতিবার ১৪ই ফেব্রয়ারী ভটভটি ভাড়া নিয়ে কলহের জের ধরে মারপিটের ঘটনায় এক কাঠ ব্যবসায়ী আহত হয়েছে। সরে জমিনে ও থানায় অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামের মৃত- প্রেন চন্দ্র রায়ের পুত্র কাঠ ব্যবসায়ী শ্রী শংকর বাবু ব্যবস্যার উদ্দেশ্যে সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়। ওই গ্রামের ফারুকের দোকানের সামনে পৌছা মাত্র একই গ্রামের আব্দুল কাদের প্রামানিকের ছেলে আশরাফুল ইসলাম জয়েন(৪০) সংকরের নিকট থেকে পূর্বের ভটভটি ভাড়া বাবদ ২০০টাকা দাবী করে। এতে সংকর জয়েন কে বলে তুমি কিসের টাকা পাবে ? তোমাকে তো ভাড়া মিটিয়ে দিয়েছি। তখন জয়েন খিপ্ত হয়ে সংকর কে এলোপাতারি কিল ঘুসি, লাথি মেরে মাটিতে ফেলে দেয়। ওই সময় আমার পকেটে থাকা ৫০.০০০(পঞ্চাশ হাজার) টাকা জোড় পূর্বক ছিনিয়ে নেয়। আমি চিৎকার করলে একই গ্রামের মৃত কলিমদ্দিন গ্রাং এর ছেলে মোঃ লিয়াকত আলী, মৃত ওবে খলিফার ছেলে মোঃ মিজু মিয়া ও আমার ছোট ভাইয়ের স্ত্রী সংকরি রানী এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উদ্ধার কারীগন কে দেখে জয়েন দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। যাওয়ার সময় সাসিয়ে যায় যে, এ যাত্রায় বেঁচে গেলি, অন্য সময় দেখা পেলে একে বারে জীবনে শেষ করে দিবো। এ ঘটনায় মিজু জানায়, জয়েন সংকরকে বেদম মারপিট কিল ঘুসি মেরেছে। আমি ও লিয়াকত সংকরকে চিকিৎসার জন্য ভ্যান যোগে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার এসআই বাশির আহম্মেদ জানায়, ঘটনার স্থল পরিদর্শন করেছি। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply