Menu

সোনাতলায় ভ্রাম্যমান আদালতে ছিনতাইকারীর জরিমানা

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলায় ব্র্যাক অফিস থেকে ঋণের টাকা উত্তোলনের পর টাকা ছিনতাইয়ের সময় ধৃত ছিনতাইকারীকে থানায় সোপর্দের পর গতকাল শুক্রবার ভ্রাম্যমান আদালতে তার জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়া ব্র্যাক শাখা অফিস থেকে উপজেলার শিহিপুর গ্রামের মোঃ শুকুর আলীর স্ত্রী মোছাঃ জলি বেগম ৬০ হাজার টাকা ঋণ উত্তোলন করে টাকাগুলি গুনছিলেন। এ সময় উপজেলার নুরারপটল গ্রামের দুলাল মন্ডলের পুত্র ১০ম শ্রেণির ছাত্র মোঃ আফেরুল ইসলাম ওই টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টাকালে অফিসের স্টাফদের সহযোগিতায় তাকে ধরে সোনাতলা থানা পুলিশের নিকট সোপর্দ করে। উক্ত ছিনতাইকারী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গতকাল বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম ভ্রাম্যমান আদালতে তাকে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন।

No comments

Leave a Reply

8 − six =

সর্বশেষ সংবাদ