Menu

সোনাতলায় মাজেদা হত্যা মামলায় পলাতক আসামীর আদালতে আত্মসমর্পণ

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলায় হত্যা মামলায় পলাতক দুই আসামী আদালতে আত্মসমর্পণ করেছে। গত ২১ জুলাই ২০২০ তারিখে উপজেলার নওদাবগা গ্রামে সীমানায় পানি পরার তুচ্ছ ঘটনায় আপন দেবর-ভাতিজা ও দেবরপতœী লাঠির আঘাতে মাজেদা বেগমকে হত্যা করে।

 

মাজেদা বেগমের বড় ছেলে মাছুম বাদী হয়ে সোনাতলা থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করে। উক্ত হত্যাকান্ডের পর থেকেই আসামীরা পলাতক ছিল।

 

মামলার আসামী দেবর তালেব মন্ডল(৪৮) ও ভাতিজা ফরহাদ মন্ডল(২৬) গত সোমবার ২১ সেপ্টেম্বর জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে। আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।

 

এ বিষয়ে সোনাতলা থানার এসআই সোহেল রানা জানায়,ঐ হত্যা মামলায় তালেব মন্ডলের স্ত্রী ফাতেমা বেগম(৪০) ঢাকা হাইকোর্ট থেকে জামিনে রয়েছে। তিনি আরো জানান, এদের আটকের জন্য ব্যাপক চেষ্টা করা হয়েছে।আত্মসমর্পণ করা আসামীদের বিরুদ্ধে দ্রুত আদালতে চার্জ শীট দাখিল করা হবে।

No comments

Leave a Reply

four × 1 =

সর্বশেষ সংবাদ