Menu

সোনাতলায় মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলা থানা পুলিশ একজন মাদক ব্যবসায়ীসহ ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। শুক্রবার রাতে উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের ১০ নং ওয়াবদা বাঁধ থেকে মাদক বিক্রির সময় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ।

গত শুক্রবার রাত সোয়া ৯টায় এস.আই নিরঞ্জন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাধাকান্তপুর গ্রামের ১০ নং ওয়াবদা বাঁধ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মাসুদ রানা (৪০)। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলে পরদিন জেল হাজতে পাঠিয়েছে।

এছাড়া ওয়ারেন্টমুলে উপজেলার পাকুল্লা ইউনিয়নেরপাকুল্লা এলাকার মৃত আব্দুল সরকারের ছেলে সাগর সরকার (২৮) ও সদরের গড়চৈতন্যপুর গ্রামের দুল্লা মোল্লার ছেলে মাছুম মোল্লা (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আজ শনিবার সকালে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

No comments

Leave a Reply

eighteen + 11 =

সর্বশেষ সংবাদ