সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপfোর্টার): বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে সড়ক দূর্ঘটনায় আহত যুবক মামুন চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছে। নিহত মামুন বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোয়ালী কান্দি গ্রামের মুগলু প্রামানিকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬/৭ দিন পূর্বে বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় এলাকায় ইট ভাঙ্গার মেশিন চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিল। এমন সময় গাড়িটি স্প্রিড ব্রেকার (গতি রোধক) অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।
এ সময় গাড়ি চালক মামুন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত গভীর রাতে মারা যায়।
Leave a Reply