সোনাতলা সংবাদ ডটকম (পাকুল্লা প্রতিনিধি): বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদীর ধারে পাখি ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রসহ ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধা সাড়ে ৫টার দিকে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন (১৪) ও একই গ্রামের পাশ্ববর্তী পুটু মোল্লার ছেলে এবং পাকুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রুহুল আমিন (১২) আজ শনিবার সকাল ১১টার দিকে যমুনা নদীর ধারে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি।
পরে আজ সন্ধা সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন দুজনের লাশ নদীতে ভাসতে দেখে তাদের লাশ উদ্ধার করে।
পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত যমুনা নদীর পানিতে ডুবে স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং ওই দুই শিশুর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply