Menu

সোনাতলায় শতবর্ষ শিক্ষা ট্রাষ্টের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): সোমবার বিকালে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে শতবর্ষ শিক্ষা ট্রাষ্টের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি প্রদান করেন সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বর্ডির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ শফিকুর আলম।

এ সময় উপস্থিত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শতবর্ষ শিক্ষা ট্রাষ্টের মহা সচিব মোঃ মতিয়ার রহমান, শতবর্ষ শিক্ষা ট্রাষ্টের সদস্য প্রফেসর রফিকুল আলম বকুল, সারওয়ার জাহান, অধ্যক্ষ আব্দুল মালেক ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, পৌর সভার প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, মাহফুজুল করিম টফি,

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলাম শাহিন, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জিএম আহসান হাবীব, সাবেক সিনিয়র শিক্ষক ইমদাদুল হক, রেজাউল করিম, শিচারপাড়া বুলজান দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। ২০ জন মেধাবী শিক্ষার্থীদের প্রতিজনকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

No comments

Leave a Reply

5 × three =

সর্বশেষ সংবাদ