সোনাতলা সংবাদ ডটকম (বালুয়া প্রতিনিধি): বুধবার দিবাগত গভির রাত্রীতে বগুড়ার সোনাতলা উপজেলায় শত্রুতার জেরে এক কৃষকের জমির গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
সরে জমিনে গিয়ে জানা যায়, উপজেলার বালুয়া ইউনিয়নে উত্তর দিঘলকান্দি গ্রামের মোঃ আজিজার রহমান সরকারের ছেলে মোঃ আব্দুল সামাদ(৪২) এর ১০ শতাংশ জমিতে লাগানো বিভিন্ন জাতের গাছ গভির রাত্রে কে বা কাহারা কর্তন করেছে। এ ঘটনায় আব্দুল সামাদ জানান, প্রতিদিনের মত বুধবার রাতের খাবার খেয়ে তার বাড়ির পশ্চিম পার্শ্বে মুরগির খামারে গিয়ে ঘুমিয়ে পড়ে। গভির রাত্রে কে বা কাহারা তার বাগানের গাছ কর্তন করতে ছিল। এসময় গাছ কাটার শব্দে ছামাদ ঘুম থেকে উঠে দেখে তারই প্রতিপক্ষগন তার বাগানের গাছ গুলো কর্তন করছে। প্রতিপক্ষের হাতে ধারালো অস্ত্র দেখে ভয়ে কোনো কিছু বলার বা চিৎকার করার সাহস পায়নি। কোনো উপায় না দেখে বাড়িতে গিয়ে ঘটনাটি সবাইকে খুলে বলে। বাড়ি থেকে লোক জন আসার আগেই প্রতিপক্ষগন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি আরও জানান, তার বাগানে অনুমান ৫০টি আম গাছ, ৪০টি সুপারি গাছ, ৫০টি মেহগনি গাছ ও ৩০০টি কলা গাছ কর্তন করেছে। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় একই গ্রামের মৃত আবুল হোসেন ব্যাপারীর ছেলে নুহু মিয়া(৪৫) জানান, তিনি বৃহষ্পতিবার সকালে দেখেন ওই বাগানে অনেক লোকজন ভিড় করছে। এগিয়ে এসে দেখেন কর্তনকৃত গাছ গুলো পরে আছে। এ ব্যাপারে নুহু বলেন যে, এহেন কাজ করা মোটেই ঠিক হয়নি। এর উচিত বিচার হওয়া দরকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Leave a Reply