Menu

সোনাতলায় শারদীয় দুর্গাপুজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন নাফিম হলুদ-মরিচ গুড়ার স্বত্ত্বাধিকারী ছাইফুল ইসলাম

সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): রবিবার বিকেলে সোনাতলা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করে ম-পগুলোতে আর্থিক অনুদান দিলেন

 

নাফিম হলুদ-মরিচ গুড়ার স্বত্ত্বাধিকারী, টিজিএসএস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও টিজিএসএস বেসরকারি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলাম।

 

তিনি ম-পগুলোতে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

 

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন আনারুল ইসলাম, টিজিএসএস কর্মকর্তা কবির সরকার, দিলীপ কুমার সাহা ও ডাঃ বাপ্পী সাহা প্রমূখ।

No comments

Leave a Reply

14 + 16 =

সর্বশেষ সংবাদ