Menu

সোনাতলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলায় গতকাল শুক্রবার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮১০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। এই ভবিষ্যত প্রজন্মদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার অগ্রণী ভুমিকা পালন করবে শিক্ষকরা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুজ্জামান লীটন, জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, নবীন আনোয়ার কমরেড, ওসি শরিফুল ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, শামীম রাব্বী প্রমুখ।

No comments

Leave a Reply

twelve + 10 =

সর্বশেষ সংবাদ