সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, সোনাতলা): বগুড়ার সোনাতলায় দুর্জয় সাহিত্য গোষ্ঠীর ২ যুগ পূর্তি উৎসবের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে সোনাতলা উপজেলা কমপ্লেক্সস্থ কার্যালয়ের সামনে সকাল ৯ টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্জয় সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা, সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল ও উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা।
সাংগঠনিক পতাকা উত্তোলন করেন দুর্জয় সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা থিয়েটারের সভাপতি ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সহ-সভাপতি নিপুন আনোয়ার কাজল।
দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দুর্জয় সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা, সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল,
উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা, সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন।
এসময় উপস্থিত ছিলেন টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, উপজেলা খেলাঘরের সভাপতি মহসীন আলী তাহা, সাধারণ সম্পাদক নিপুন মোহন্ত,উপজেলা শিক্ষক সমাজের সভাপতি গোলাম রব্বানীসহ দুর্জয় সাহিত্য গোষ্ঠী ও সোনাতলা থিয়েটারের নেতৃবৃন্দ।
দুপুরে উপজেলা অডিটোরিয়ামে দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,
পৌর কাউন্সিলর রবিউল খান, সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল,লিটল থিয়েটারের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মুন্না, দুর্জয় স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি মাসউদুর রহমান তরুন,দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হায়দার সুমন,
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবী, বর্তমান সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল,সাবেক নৃত্য শিল্পী নাহিদ হাসান জিতু, ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন, লালন সঙ্গীত একাডেমি’র সভাপতি রিবু আহম্মেদ,
সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন, আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এমএম মেহেরুল, উন্মেষ সাহিত্য সাময়িকীর সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত,উপজেলা খেলাঘরের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শিহাব।
এরপর প্রীতি আহার অনুষ্ঠিত হয়।
Leave a Reply