সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): সোনাতলা উপজেলার সংখ্যালঘু অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অপহরণের নায়ক ও সহযোগীদের গ্রেফতার করেছে র্যাব-১২। সেই সাথে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। আজ বুধবার ওই স্কুলছাত্রীর মেডিকেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
গত ২২ এপ্রিল সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা গ্রাম থেকে সংখ্যালঘু রবিদাস সম্প্রদায়ের শ্রী মতিলাল রবিদাসের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ের উদ্দেশ্যে অপহরণ করে একই উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বেলাল প্রামানিকের ছেলে আব্দুর রহিম লিজু। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গত ২৬ এপ্রিল সোনাতলা থানায় একটি অপহরণ মামলা করে। বেশ কয়েকদিন অতিবাহিত হলেও মামলার কোন অগ্রগতি না হওয়ায় বাদী বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। বিষয়টি র্যাব-১২ এর নজরে আসলে তারা অপহরণকারী উদ্ধার ও ভিকটিম উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে । অবশেষে মঙ্গলবার সকালে সোনাতলা উপজেলার শিহিপুর মুরারবাড়ী হতে অপহরণের সহযোগী বকুল মিয়া (৩০) কে, শেরপুর ডিজে হাইস্কুলের পাশ হতে মূল আসামী আব্দুর রহিম লিজু (১৭), সহযোগী মিন্টু মিয়া ও বিশাল (১৮) কে গ্রেফতার করে। একই সাথে ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় দলটি। পরে অপহরণকারীদের সোনাতলা থানায় হস্তান্তর করে র্যাব-১২।
Leave a Reply