সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক); সোনাতলায় গলায় ফাঁস দিয়ে নয়া মিয়া (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ ঘটনা গত সোমবার রাতে উপজেলার গনসারপাড়া (হাটকরমজা) গ্রামে ঘটেছে। ওই গ্রামের রিয়াজ উদ্দিন চেংটুর ছেলে নয়া মিয়া তার স্ত্রীর উপর অভিমান করে ঘটনার রাতে গোয়াল ঘরে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সকালে পরিবারের জনৈক ব্যক্তি গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে তিনি নয়া মিয়ার গলায় ফাঁস দেয়া মৃত্যু দেহ দেখতে পেয়ে ঘটনাটি বাড়ির লোকজনকে জানায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়।
Leave a Reply