Menu

সোনাতলায় সড়কের গাছ কর্তনের অভিযোগ তদন্তের দাবী

সোনাতলা সংবাদ ডটকম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা থেকে আটাপাড়া সড়কের জাহানের পাড়ায় ৩৫-৪০টি ইউকালেক্টর ও কড়ই গাছ কর্তনের অভিযোগে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে এলাকার লোকজন।

তবে লিখিত অভিযোগ দেওয়ার ৩ মাসেও অভিযোগের তদন্ত হয়নি বলে অভিযোগকারীরা এ প্রতিবেদকে জানিয়েছে।

অভিযোগকারী রবিউল ইসলাম, আজিজার রহমান সহ কয়েকজন জানান, গত ২৪জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও গত ৩ মাসেও অভিযোগের তদন্ত হয়নি। দ্রুত সময়ের মধ্যে অভিযোগ তদন্তের দাবী জানান তারা।

No comments

Leave a Reply

sixteen + 20 =

সর্বশেষ সংবাদ