Menu

সোনাতলায় ১৮সপ্তাহ পর আনসার ভিডিপি কর্মকর্তার কাজে যোগদান

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ দির্ঘ্য ১৮সপ্তাহ পর বগুড়ার সোনাতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাছিমুল ফেরদৌস নাছিম তার কর্মস্থলে যোগদান করেন। এতেকরে ঐ ডিপার্টমেন্ট তথা নিরাপত্তাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা যেনো তাদের প্রান ফিরে পেয়েছে এমন অনুভুতি প্রকাশ করেছেন অনেকেই।

জানাযায়, বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তরের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহীনিতে নন কমিশন কোর্স(এনসিও)শেষে দির্ঘ্য ১৮সপ্তাহ পর সোনাতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাছিমুল ফেরদৌস নাছিম গত ১৪’ই ডিসেম্বর সোমবার সকালে তার কর্মস্থলে পুনরায় যোগদান করেন। এসংবাদে উপজেলা আনসার ও ভিডিপি এর অন্তর্ভুক্ত নিরাপত্তাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর পৌর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যাীয়ের দলনেতা সহ সকল সদস্যরা তার কার্যা লয়ে উপস্থিত হয়ে তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি তার শুভাকাঙ্খি সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন।

উক্ত মতবিনিময়কালে দেশের সান্তি-শৃঙ্খলা রক্ষায় এ উপজেলার সকল জনসাধারনের নিরাপত্তা প্রদানে তাদের সুখ-দুঃখে পাশে দারিয়ে সকলকে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন তিনি। সেইসাথে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জঙ্গী, সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যা তন সহ সকল অন্যায়মুলক কাজ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় দলনেতা ফাইজুল কবির কনক, মহিদুল ইসলাম ও আঃ খালেক সহ অনেকেই জানান, দির্ঘদিন অপেক্ষার পর আমরা আমাদের প্রান ফিরে পেয়েছি। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাছিমুল ফেরদৌস নাছিম স্যারের দক্ষ ও সঠিক দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে ইতিপুর্বে আমরা এই ডিপার্টমেন্ট থেকে অনেক সুনাম অর্জন করতে সক্ষম হযেছি এবং ভবিষ্যতেও আমরা তার নেতৃত্বকে অনুসরন করে এ উপজেলাকে সকল অন্যায়মুলক কর্মকান্ড থেকে রক্ষা করবো ইনশাল্লাহ।

তারা আরও জানায়, এমন কর্মকর্তা যদি প্রতিটি উপজেলায় একজন করে থাকতো তাহলে দেশ হতো আজ দুর্নিতীমুক্ত। তাই আমরা আবার পুনরায় তাকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

No comments

Leave a Reply

4 + 5 =

সর্বশেষ সংবাদ