সোনাতলা সংবাদ ডটকম (নিজস্ব প্রতিবেদক): সোনাতলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হারুন অর রশীদের পিতা, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী আতাউর রহমান (৭০) শনিবার সন্ধ্যায় সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ রোববার বেলা ১১ টায় গড়ফতেপুরে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, পৌরভার প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজলসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
এদিকে সোনাতলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হারুন অর রশীদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল, সাংবাদিক লতিফুল ইসলাম,বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা সংবাদ সম্পাদক আল মামুন, গাবতলী সংবাদ সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, দেশবার্তা সম্পাদক ইমরান হোসাইন লিখন, সংবাদ আজকালের ভারপ্রাপ্ত সম্পাদক জাহিনুর ইসলামসহ সোনাতলার সকল সাংবাদিকবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনাতলা উপজেলা শাখার সভাপতি নাজিম উদ্দীন লাজু ও সাধারণ সম্পাদক আব্দুল হাই মাস্টার।
Leave a Reply