Menu

সোনাতলা রেলস্টেশন মাস্টার আব্দুল হামিদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ সোনাতলা রেলস্টেশন মাস্টার আব্দুল হামিদের অবসরজনিত বিদায় অনুষ্ঠান শুক্রবার সকালে সোনাতলা রেলস্টেশনে অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠানে ভারাক্রান্ত কণ্ঠে বক্তব্য রাখেন বিদায়ী স্টেশন মাস্টার আব্দুল হামিদ। তিনি অশ্রæসিক্ত নয়নে সকলের কাছে দোয়া চান। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা মন্ডল, বিশিষ্ট ব‍্যবসায়ী রেজাউল করিম নিপা, খলিলুল রহমান, জাহাঙ্গীর, স্টেশন মাস্টার রবিউল ইসলাম, স্টেশন সিগন‍্যাল এমএস কামরুল বারী, পিম‍্যান সুজন মিয়া প্রমুখ।
পিম‍্যান ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিম‍্যান জাহেদুল ইসলাম, শ্রী সুশিল দাস, দুলাল হোসেন, গেট কিপার আব্দুর রশিদ, মামুনুর রশিদ, ব্যবসায়ীসহ স্থানীয় সুধীজন।
বিদায়ী স্টেশন মাস্টার আব্দুল হামিদ বাবলা সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় উত্তরপাড়ার (মিয়াবাড়ী) সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম আব্দুল মজিদের ছেলে । ১৯৮৫ সালের ৩০ জুলাই বাংলাদেশ রেলওয়ে বোনারপাড়া জংশন স্টেশনে ট্রেন নাম্বার টেকার হিসাবে যোগদান করেন। এর পর ১৯৯৯ সালে স্টেশন মাস্টার পদে পদোন্নতি পান। সর্বশেষ কর্মস্থল তার নিজ এলাকায় সোনাতলা স্টেশনে দীর্ঘদিন সততা, নিষ্ঠার সহিত দায়িত্ব পালন শেষে পিআরএল গ্রহন করেন আব্দুল হামিদ বাবলা।

No comments

Leave a Reply

15 − four =

সর্বশেষ সংবাদ