Menu

সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ডেঙ্গুজ্বরে আক্রান্ত

সোনাতলা সংবাদ ডটকম (লতিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক): বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জুয়েলী বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সোনাতলার টাটা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল টেস্টের মাধ্যমে প্রাথমিকভাবে তাকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত বলে সনাক্ত করা হয়।

জানা গেছে, সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স জুয়েলী বেগম গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। কোনভাবেই তার জ্বর নিয়ন্ত্রনে না আসায় আজ সোনাতলা টাটা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল টেস্টে প্রাথমিকভাবে ডেঙ্গু রোগ সনাক্ত করা হয়। সেখানে রক্তের সিবিসি টেস্টের ব্যবস্থা না থাকায় বগুড়া মোহাম্মাদ আলী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডেঙ্গুজ্বর সনাক্তকরণ কিট সাপ্লাই না পাওয়ায় পরীক্ষা করা যাচ্ছেনা। এছাড়া ১০টি বেড ডেঙ্গু রোগীদের ভর্তির জন্য প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান।

No comments

Leave a Reply

19 − thirteen =

সর্বশেষ সংবাদ