সোনাতলা সংবাদ ডটকম (গোলাম রব্বানী শিপর, মহাস্থান প্রতিনিধি): সড়ক দুর্ঘটনা রোধে সফলতা সৃষ্টির লক্ষে ৬ এপ্রিল ২০১৯ শনিবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে শ্রেষ্ঠ সংগঠনে বিশেষ সম্মাননায় ভুষিত হয়েছেন নিরাপদ সড়ক চাই “নিসচা” বগুড়া জেলা কমিটি।
“যদি চাও উন্নয়ন, কর নিরাপদ সড়ক বাস্তবায়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৮ম মহাসমাবেশে সম্মানিত অতিথিদের হাত থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন নিসচা বগুড়া জেলা শাখার সভাপতি রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমান ও সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম সোহাগ। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে, মহাসমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার প্রকাশ সম্পাদক, ও দৈনিক প্রত্যাশা প্রতিদিন প্রতিনিধি, সাংবাদিক গোলাম রব্বানী শিপন, সদস্য জাহিদুর রহমান, অনন্ত সেলিম, সানোয়ার রহমান, তরিকুল ইসলাম, আব্দুল গফুর প্রমূখ।
Leave a Reply