Menu

সড়ক দূর্ঘটনায় অকালে চলে গেলেন শিবগঞ্জ সার্কেলঅফিসের এএসআই দ্বিজেন্দ্রনাথ

সোনাতলা সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জ সার্কেল অফিসের এএসআই দ্বিজেন্দ্রনাথ (রিডার) শনিবার তার নিজ বাড়ি নীলফামারী কানিয়াখাতা গ্রাম থেকে কর্মস্থলে মটর সাইকেল যোগে আসার সময় দুপুর ১.৫৫ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বলদীপুকুর বাস স্ট্যান্ডের দক্ষিণে তালারপাড় নামক স্থানে বিপরীতদিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে নিহত হন। নিহত এএসআই দ্বিজেন্দ্রনাথ নীলফামারী জেলার নীলফামারী সদর থানাধীন কানিয়াখাতা গ্রামের চন্দ্র শেখর রায় এর ছেলে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এর সাথে কথা বললে তিনি দ্বিজেন্দ্র নাথের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ওসি তদন্ত ছানোয়ার হোসেন,ওসি অপারেশন নান্নু খান, এসআই মোস্তাফিজার রহমান, কাজী নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আহসান, আবু সাইদ, শারমীন, আনোয়ার, এএসআই আশরাফ, মামুন, এরশাদ-২, এরশাদ-১, নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নিসচা’র কার্য নির্বাহী সদস্য সাংবাদিক রবিউল ইসলাম রবিসহ প্রমূখ।

No comments

Leave a Reply

1 × 1 =

সর্বশেষ সংবাদ